ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ভোটকেন্দ্রে  ভুয়া সাংবাদিক, জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ , ০৩:৫২ পিএম


loading/img
ভুয়া সাংবাদিক আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার পরিচয় প্রদানকারী আরিফুল ইসলাম নামে এক ভুয়া সংবাদিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন।

আরিফুল ইসলাম (২৭) সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন আরটিভি নিউজকে জানান, আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি সড়াবাড়িয়া ভোটকেন্দ্রে ঢুকে দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। পরে সে ভুয়া সাংবাদিক প্রমাণিত হলে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাকে দণ্ডবিধির ১৮৭ ধারায় পাঁচ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয় বলেও জানান তিনি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |